সামান্য অতি,ক্ষুদ্র কিছু অনুভূতি
বলনা আজ,কেমন আছো তুমি?
খুব জানতে ইচ্ছে করে
আর জানতে চাইলেও
জানতে পারছি কোথায়?


কি জাদু করলে আমায়
কেন ভুলতে পারিনা তোমায়,
খুব বলতে ইচ্ছে করে
আমার শত না বলা কথা
তবুও তোমায় বলতে পারি না।


মাঝে মাঝে তোমার সাথে
দেখা হলে ভাল লাগে,
কিন্তু পুরানো সেই সময়
সেই স্মৃতি গুলি
না চাইতে আবারও মনে পড়ে।


বার বার প্রশ্ন জাগে!
সত্যি কি সুখে আছো তুমি?
জানতে চাইলেও পারি কোথায়
তোমার আমার মাঝে
আজ তো দু'পৃথিবী সমান দুরত্ব।


শত যন্ত্রণা এ মনের ঘরে,করে বসবাস
তুমিহীনা আমি যে একটা,শূন্য ইতিহাস।
পুরানো সেই দিনগুলি পড়লে মনে
দু'নয়ন শিক্ত হয়,লোনা জলে
তোমার কি একটুও পড়ে না আমারে.....?


আমার জীবনের সব সুখ দুঃখের মাঝে
তুমি ছিলে একজন,
যাকে দেখলে এক ফলকে,ভরে যেত মন।
আর আজ তুমি সেই জন
যার কথা ভাবলে ঘুমরে কাঁদে মন।
                


ক্রমিক নংঃ ০২