প্রেমিক মুসাফির
           ______ শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


কবিতা-গল্প কখনোই পছন্দের বিষয় ছিলো না
কঠিন কঠিন শব্দ কিংবা গল্প গুলো
বরাবরের মতই ছিলো অপছন্দের।
ভাল লাগার বলতে ক্রিকেট আর
দূর আকাশে উড়তে থাকা রঙ্গীন ফানুস।
ষোলোর ঘন্ডিতে পা পসকে পড়ে ছিলাম
বালিকা প্রথম তোমারি প্রেমে।।


মনের কোণে ইচ্ছেরা দিতে লাগল উঁকিঝুকি
সাদা পৃষ্টা রঙ্গীন হতো,তবুও আঁকা হতো না তোমারি ছবি।
অতঃপর ভাবলাম;তোমায় একখানা প্রেম-পত্র নিবেদন করি
আমার মনের অপ্রকাশিত কথা গুলো সাঁজিয়ে গুছিয়ে লিখি
কিন্তু, কে জানিত!চিঠিখানা লিখিতে লিখিতে
ডাকপিয়নের যুগ, হয়ে যাবে ইতি।
চিঠিখানা আজও বুক পকেটে নিয়ে
দেশ হতে দেশান্তরে মুসাফির হয়ে ঘুরি।।


স্থানঃ বাগবাড়ী, লক্ষ্মীপুর।
রচনাকালঃ ১৫ জানুয়ারি ২০১৮ইং
ক্রমিক নংঃ ২৭২।