প্রকৃতি            


            ---- শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


প্রকৃতি যেন ঐ মুক্ত পাখির মত
যাহা ছুটে চলে কেবলি অবিরত,
যাক ভেঙ্গে যাক সভ্যতার চির-মূর্তীমান
প্রকৃতি থেমে রবে না একটি-ক্ষণ।


এই নশ্বর পৃথিবীতে কিছুই চিরস্থায়ী নয়
সময়ের ব্যবধানে সবই তো বিলিন হয়,
প্রকৃতি তার সৌন্দর্যে অনন্য রূপসী
বাংলা সে তো আমার মা-জননী।


যেদিন আমি চলে যাব, সুন্দর পৃথিবীর মায়া ছেড়ে
পৃথিবী যেন সেদিনও না হারায় তার সৌন্দর্যকে,
মানব হৃদয়ের স্বপ্ন স্বাদ তৃপ্ত করে যাবে,
প্রকৃতি শুধুই তার অফুরন্ত ঐশ্বর্যের মাধ্যমে।
      


রচনাকালঃ ২২--০১--২০১৪ইং।