পরকীয়াবাদ
     -শাহাদাত সোহেল নীল.
    -ক্রমিক-নংঃ ৪২৫


এরা কোন সমাজ দেশ নগরীর মানুষ
এদের কি নূন্যতম নেই জ্ঞান বুদ্ধি
নেই কী বিকেক, নেই কী সাধারণ বুঝ!
ক্ষাণিক প্রহর আগে ঘুমান্ত পৃথিবীর মত
ঘুমিয়ে গেছে এদের পরিবার-পরিজন।


নোংরামি যখন পুরো দুনিয়া জুড়ে
দোষ দিব কাকে, বিচার হবে কোন আদালতে?
মরণের কথা গিয়েছে তারা পুরোপুরি ভুলে
আমরা নিজেদের কে মানুষ দ্বাবি করি
কোন জ্ঞান ধর্ম-তান্ত্রিক জাতি কুল অধিকারে?


অন্য-পুরুষ অন্য-নারী আসক্ত দুনিয়াদারি
চলছে রেশারেশি ভীনদেশী অপসংস্কৃতি মেনে রেস্তারায়,
কথারতুবড়িতে নিষ্চুপ জগৎ-সংসার কোট-কাছারি।
জানি না কোন পাপের নিশাত্যয় চলছে বন্যা মহামারি
মৃত্যু ভয় মগজে রেখে, কতটুকু শুধরেছি আমি-তুমি?


রচনাকালঃ ১৫ই আগস্ট ২০২০ইং
বাগবাড়ী_লক্ষ্মীপুর।