প্রমাণ দিব না
            ক্রমিক-নংঃ ২৩৭
         ___ শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


তোমার অভিমুখে অপলক ভাবে নির্বাক হয়ে
কত দিন কত কাল তাকিয়ে ছিলাম
তোমার মুখ হতে একটি বাক্য শুনব বলে
আমার নীরবতার মানে যদি না বুঝো নারিয়া,কথা দিলাম
আর কোনদিন ভালবাসার প্রমাণ দিব না।


তোমার কষ্টে আমার চোখে জল আসে
তোমাকে জেতানোর জন্য ইচ্ছে করে হেরে যাই
এর মানে যদি না বুঝো নারিয়া, কথা দিলাম
আর কোনদিন ভালবাসার প্রমাণ দিব না।


তোমায় নিয়ে দু'নয়নে কতনা স্বপ্ন বুনেছি
কত কি সাত-পাঁচ ভেবেছি। সবটায় নিছক ঘোর
কত রাত কত দিন তোমায় ভেবে পার করেছি
এর মানে যদি না বুঝো নারিয়া, কথা দিলাম
আর কোনদিন ভালবাসার প্রমাণ দিব না।


তোমার জানালার সম্মুখে, পড়ার টেবিলের ওপাশে দাড়িয়ে
কতনা জ্যোৎস্নায় পুড়েছি, কতনা ঝড়-বৃষ্টিতে ভিজেছি
এক দৃষ্টিতে তাঁকিয়ে ছিলাম। আমায় ভুলে, পৃথিবী ভুলে
এর মানে যদি না বুঝো নারিয়া, কথা দিলাম
আর কোনদিন ভালবাসার প্রমাণ দিব না।


তোমার মন খারাপের দিনে কখনো মাইকেল জ্যাকশন
কখনো মিঃ বিন সেঁজে তোমার মুখে হাসি ফুটিয়েছি।
আবার কখনো বা আমার বাগানের সদ্য ফোটা ফুলটা
তোমার হাতে ধরিয়ে দিয়ে বলেছি, সযত্নে রেখো
এর মানে যদি না বুঝো নারিয়া, কথা দিলাম
আর কোনদিন ভালবাসার প্রমাণ দিব না।


রচনাকালঃ ২৭--০৭--২০১৭ইং