কথা দিলাম
         ক্রমিক-নংঃ ২৩৬
       _____ শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


কথা দিলাম.....
আবারও যদি জন্ম হয়
ফিরে আসব তোমারি মত কোন প্রণয়িনীর তরে
হয়তো মানুষ নয়
                         শঙ্খচিল কিংবা রাজহংসী হয়ে
থাকবো তোমার আঙ্গীনা জুড়ে।


কথা দিলাম.....
আবারও যদি জন্ম হয়
ফিরে আসব তোমারি মত কোন প্রিয়সীর জীবনে
হয়তো বীর-পুরুষ নয়
               চালতাফুল কিংবা সন্ধ্যামলতী ফুল হয়ে
মুদ্ধোতায় হারাতে তোমায়।


কথা দিলাম.....
আবারও যদি জন্ম হয়
ফিরে আসব তোমারি মত কোন ষড়ঋতুর দেশে
হয়তো পক্ষীকূল নয়
                       প্রজাপতি কিংবা পিপিলিকা হয়ে
এই অপরূপ বাংলায়।


কথা দিলাম.....
আবারও যদি জন্ম হয়
ফিরে আসব তোমারি মত কোন এক মায়ের কোলে
হয়তো মানব শিশু নয়
                                বানর কিংবা সিংহেরর বেশে
থাকব বাংলার কোন এক সীমান্তে।


কথা দিলাম.....
আবারও যদি জন্ম হয়
ফিরে আসব তোমারি বুকে রূপসী এই বাংলায়
হয়তো মানুষ নয়
                          শামুক কিংবা কচ্ছপের বেশে
জন্ম যদি হয় পৃথিবীর অপর পৃষ্টে
      তোমার টানে পাড়ি জমাব ছোট্ট দু'টি পায়ে।


কথা দিলাম.....


রচনাকালঃ ২৯--০৭--২০১৭ইং


{প্রকাশিতঃ যৌথকাব্যঃ ""দুঃখওয়ালা"" ২০১৮ইং}