স্বাধীনতা
         ------ শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


বাংলার আকাশ মেঘাচ্ছন্ন
কোথাও নেই স্বাধীনতা যেন,
সকলে খুঁজে মুক্তির দ্বার
স্বাধীনতা তুমি কি হবে সঙ্গী সবার?


স্বাধীনতা তুমি আজো কেন?কেবল শব্দ মাত্র?
আর কত কাল পরে,মুক্তিনামা মিলবে সকল গোত্রের?
তোমার জন্য আমরা হারিয়েছি, কৃষক শ্রমিক ছাত্র
আরও হারিয়েছি,আমার মায়ের সিঁধুর যে আঁকত্র।


তোমায় তুলে, বলা যাবে না কোন কথা
রক্ত দিয়ে পেলাম শালার,এ কোন স্বাধীনতা,
আছে ইতিহাসে লেখা,বীর জনতার কথা
আর কত কাল সইতে হবে,পরাধীনতার ব্যাথা?
            


রচনাকালঃ ০৩--০৩--২০১৬ইং
ক্রমিক নংঃ ৩৩