শেষ-বিচার
         ক্রমিক-নংঃ ২৪৪
          _______ শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


নিয়তি, দাঁড়াও আরো কিছুকাল!
একদিন যখন ওপাড়ে যেতেই হবে
তবে ভয় করে বাঁচিব, আর কত কাল?
কোথা হতে এসেছি আমরা, জানি না যখন
কোথায় আমাদের শেষ গন্তব্য? জেনে কি লাভ বল।।


ভুল-সঠিকের বিচার। কে করবে কার আদালতে
কে দিবে বিশুদ্ধ রায়, বিনা পক্ষপাতে।
পরিমাপ-পরিমান কিছুই যখন জানি না আমরা
পরিনতি জেনে কি হবে আর...
                            শুধু শুধুই বাড়বে দায় ভার।।


মাটির এদেহ আমাদের, মাটিতে যাবে ফিরে আবার
তবে কিসের এতো গৌরব, কিসের অহংকার-ই
গড়ি আমরা ভেদাভেদ-পার্থক্য যত অশুভ-সম্ভার।
শেষ বিচারের তরে, কি রয়েছে ঝুলিতে তোমার?
        ভেবে কি দেখেছো, কখনো তা একটিবার.....!!


রচনাকালঃ ২০ সেপ্টেম্বর ২০১৭ইং
বাগবাড়ী, লক্ষ্মীপুর।