শেষ চিঠি আমি ভাল আছি
        
      _____ শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)
    


নারিয়া,
আজ অনেক দিন পর লিখছি তোমায় নিয়ে। হয়তো এটাই আমার তোমার কাছে লেখা শেষ চিঠি। চোখের অশ্রু গুলোর কাছে, দিন দিন ঋণী হয়ে যাচ্ছি। তোমার আমার একসঙ্গে কাটানো সময় গুলো মনে পড়লে, অজান্তে চোখের পাতায় জল টলমল করে। কষ্টের মাত্রাটা থার্মোমিটারের পারদের মত বেড়ে উঠে। তাই ভাবছি আর তোমার কথা মনে করব না। না আর মনে করা যাবে না। তোমার মায়াবী হাসির সেই মিষ্টি মুখখানার ছলনার প্রেমে আর নিজেকে জড়াতে চাই না।তুমি ভাল আছো তো? জানো, আমি না তোমায় ছাড়া অনেক ভাল আছি। শুধু ঘুমহীন বৃষ্টিময় রাত গুলোয় তোমায় খুব মিস করি। এখন আর আমার ফোনের ব্যালেন্স শেষ হওয়ার ভয় নেই। অল্প কিছু টাকা দিয়ে আমার মাসের পর মাস কেঁটে যায়। তোমায় নিয়ে এখন আর অতটা ভাবি না। জানো, তবুও আমি খুব ভাল আছি। একবার হাত ধরার লোভ টাও সেই অনেক আগেই ছেড়ে দিয়েছি। এখন আর ঘড়ির এল্যাম দিয়ে ঘুমাতে হয়না, সকাল সকাল তোমায় দেখব বলে। এখন আর চোখ বুঝলে তোমার দিঘল কেশের স্যাম্পো করার গন্ধটা আর অনুভব করতে পারি না। সত্যি আমি খুব ভাল আছি। তোমার দেওয়া কষ্ট গুলো এখন আর আমায় কাঁদায় না।


হয়তো অনুভূতির যন্ত্রটা ভোঁতা হয়ে গেছে। আর তোমার প্রতি আমার অভিমান গুলো কে তো কত আগেই তুলো বানিয়ে উড়িয়ে দিয়েছি দূর আকাশে। তবে তোমার উপরে মায়াটা এখনো রয়ে গেছে। সে গুলো আমায় উঁইপোকার মত আমাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। হয়তো তোমাকে আর কখনো আমার জন্য হাসতে দেখব না।তোমার সাথে  আর কথা হবে কি না সেটাও সন্দেহ্। আর হলেও তুমি না চিনার বান করে অন্য দিকে মুখ ফিরিয়ে চলে যাবে, সেটাই তো স্বাভাবিক। তাই না? আর আমাকে এতোটা ভালবাসার জন্য তোমাকে বিশেষ ভাবে ধন্যবাদ। ধন্যবাদ দীর্ঘ তিন বছর ধরে আমার পাগলামীটা সহ্য করার জন্য। মানুষ তো একটু ভালবাসা ফেলে কত খুশি হয় আর আমি তো তোমার কাছ থেকে অসংখ্য ভালবাসা পেয়েছি। সত্যি আমি তোমার কাছে কৃতজ্ঞ। জানো, আমি না আর সেই আমিটা নেই। সেই আমিটা সেই দিন-ই মরে গেছি। আর তাই তোমার ভয় পাওয়ার কোন কারণ নেই। মৃত্যুটা শুধু অনুভবের।তোমাকে ভালবেসে কাছে না পাওয়ার। তবে এর জন্য তোমাকে আর দায়ী করব না। কেননা, ভালবাসাকে কখনো অপরাধী করতে নেই। তাদের সম্মান দিতে হয়, তাদের ভালবাসা ও বিশ্বাসের মর্যাদা দিতে হয়।ভালবাসতে হয় আত্মার সবটুকু দিয়ে। খু্ব ইচ্ছে ছিল।তোমায় একদিন বুকে জড়িয়ে ধরব। তার পর পৃথিবীর সামনে গলা পাটিয়ে চিৎকার করে বলব। তুমি শুধু আমার আর আমি সব চেয়ে সুখী মানুষ। কিন্তু সেটা হয়নি কখনো। তার পরেও ভেবেছিলাম তোমার কানের কাছে মুখ রেখে বলব তোমাকে "ভালবাসি"। আর বলব আমাকে কখনো ছেড়ে যেও না। মনটা আবার খারাপ হয়ে যাচ্ছে। চোখের কোনে লোনা পানির অস্তিত্ব টের পাচ্ছি। না আর লিখব না তোকে নিয়ে। জানি না, তোমাকে আর কখনো ফিরে পাব কিনা সেই আগের তুমিটা করে। যে তুমির কাছে আমিই ছিলাম তোমার পৃথিবী। দুঃখ নেই তবুও। যদিও জানি তুমি আর তোমার ভালবাসা আজ আমার থেকে অনেক দূরে। দুঃখটা আমার সেখানে """কি অপরাধ ছিল আমার? যার জন্য এভাবে অবেলায় হারিয়ে গেলে?""দুঃখ আমার একটাই
"""আমার সাথে তুমি সুখী নও, সেটাও তো আমায় বলতে পারতে। কি দরকার ছিল লুকোচুরি করে, এভাবে আমাকে ঠকানোর?"""যাক ব্যাপার না। যা করেছো, ভালই করেছো। তবুও একটাই অনুরোধ করব তোমায়। অন্তত কখনো আমায় ভেবে মন খারাপ করো না। আর কখনো কাঁদবে না তুমি। তোমার কান্না আমার সহ্য হয়না। আর তোমার চোখের জল পাওয়ার যোগ্যতা টুকু ও আমার নেই। ভাল থেকো, নিজের মত করে, নতুন সঙ্গীকে সঙ্গীকরে। আমি তোমায় ক্ষমা করে দিলাম। তবে সময় কখনো ক্ষমা করবে কিনা জানি না। ভাল থেকো। অতঃপরেও বলব আমি, তুমি ভাল থাকলে ভাল থাকি আমিও....।।
                    ___তোর কবি.....


রচনাকালঃ ২১--০৩--২০১৭ইং