শ্রেষ্ট সন্তান
           ক্রমিক-নংঃ ১৯৫          
   ______ শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


রাষ্ট্র ভাষা বাংলার জন্য, করল যারা দাবি
তারাই তো পড়ল তাজ শহীদ কিংবা গাজী
তারাই তো সোনার বাংলার শ্রেষ্ট সন্তান
মায়ের বুলি বাঁচাতে গিয়ে, দিয়ে গেল নিজ প্রাণ।


তাহাদের বক্ষে পদ ফেলিয়া আসিল কথার বাণ
ভাসিল কর্ণে বারে-বার মাতৃভাষার স্লোগান
আমার ভাষা তোমার ভাষা
বাংলা মোদের মায়ের ভাষা।


তীক্ষ্ণ ছোড়ার আঘাতে যারা দিল প্রাণ
তাদের করে যাই হাজারো সালাম।
সালাম,রফিক,বরকত করিতে লাগিল আন্দোলন
নরপিশাচ ভয়ে ডাকিল ১৪৪দ্বারা তখন।


তবুও দমাতে পারেনি, বীর নব জোয়ান
নামিল তারা রাজ পথে, আক্রমন চলিল তৎক্ষণ।
জীবন দিয়ে করল প্রমাণ
তারাই তো বাংলা মায়ের শ্রেষ্ট সন্তান।


রচনাকালঃ ২১--০২--২০১৬ইং