স্মৃতি
         ______ শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


আজ-কাল তোকে মনে পড়লে
সামলানো দ্বায় হয়ে যায়,নিজে নিজেকে।
দু'নয়ন প্লাবিত হয়,অশ্রু নামক নদীতে
আমি যেন হারিয়ে যাই,আকাশকুসুম কল্পনাতে।
আমি মরিচিকার পিছনে হেটে আজ বড় ক্লান্ত
জানিস!কোথাও খুঁজে পাইনি, তোর মত কোন অভিশ্রান্ত।
যাকে দেখে মন প্রাণ সবি যাবে ভরে
তারি তো প্রেম পূজারি আমি হব রে।
খুজেছি আমি বাংলার প্রতিটি ধূলি কনার সাঝে
পারস্য, রোম-বেবলিয়ন সভ্যতার মাঝে।
তুই তো আমার সেই চন্দ্রবিন্দু
যাকে দেখলে সুখ পাই, এক সিন্ধু
তুই নেই হায়,আজি মোর উঠান জুড়ে রয়
কেবল_________মহা শূণ্যতায়।
          


রচনাকালঃ ১৫--০২--২০১৬ইং
ক্রমিক নংঃ ৩৮