সন্ধ্যাতারা                    ক্রমিক-নংঃ ৬৭


           ______শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


               সন্ধ্যাতারা..!
তুমি এখন কোন আকাশে থাকো
কোন আকাশের তারা হয়ে,
               লুকিয়ে আমায় দেখো।


              সন্ধ্যাতারা...!
তুমি এখন কার কথা ভেবে রাত জাগো
কার বুকে মুখ লুকিয়ে
              কষ্ট পেলে কাঁদো।


              সন্ধ্যাতারা...!
তুমি কেন আমার আপন হলে না
আমি কি তবে তোমার
           কোন দিনও যোগ্য ছিলাম না।


            সন্ধ্যাতারা...!
তুমি কেন চলে গেলে, আমায় রেখে একা
আর কি কখনো আমি
             পাবো না তোমার দেখা।


             সন্ধ্যাতারা...!
তুমি কি এখনো খোলা আকাশ দেখো
নাকি একদমি সময় পাওনা
             সংসারের কাজের চাপে।


            সন্ধ্যাতারা...!
তুমি কি এখন আর আমায় স্মরণ করো না
নাকি আমার কথা তোমার মনে-ই পড়ে না
আমি তোমায় স্মরণ করে আজও নির্ভিত্তে কেঁদে যাই...।          


রচনাকালঃ ২৪--০১--২০১৬ইং