সন্দেহজনক আমি              ক্রমিক-নংঃ ৬৪


      ______ শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


আজি সবার দৃষ্টিতে আসামী
তোমাদের সেই চির-চেনা আমি
সন্দেহজনক হলাম আমি, নিজের অজান্তে
চোখ থেকে ঝরে গেল, ক'ফোটা পানি।
জানি নাহ্...!লোনা জলে ভিজে গেল
কবিতার পাতা গুলি
ভাবিনি কখনো এমনটা হবো আমি
লিখব বলে ধরে ছিলাম সত্যের কলম খানি।
গত অর্ধযুগের সাধনা তুমি
কবিতা তোমায় মনের গহীন হতে
ভালবেসেছি আমি।
জীবনের কত ফাগুণ এলো গেলো
তবুও ক্ষণিকের তরে তোমায় ছাড়িনি।
কবিতা; যেই যাই বলুক খুশি
কবিতা তুমি জেনে রেখো
তোমায় আমি মনের গহীন হতে পুষি।
        


রচনাকালঃ ০৭--০২--২০১৬ইং


{{এই সময়ে আমার কবিতা নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল,তাই মনের দুঃখে লিখেছি}}