শরতের আহবান
      ✍🏿শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)
       ক্রমিক-নংঃ ২০৩  
  
এখানে আকাশ ছোঁয়া ফুলের সমাহার
এমনি দৃশ্য জগত-জুড়িয়া জুড়ি মিলানো ভার।
এখানে নদীর তটে সাদা-কালো কাশফুল আর
শিউলির মন মাতানো সৌরভে অনুভূত হৃদয়ে সবার
এমনও দেশে হে-শরৎ জানাই তোমায় শুভেচ্ছা সম্ভার।


এখানে মেঘ গুলো তুলোর মতো উড়ে বেড়ায়
আবার মন খারাপের দিনে বৃষ্টি হয়ে ঝরে যায়।
সেই ছোট ছোট বৃষ্টির ফোঁটায়, যেন শুভ্রতার ছোঁয়া
দিগন্ত জুড়ে চলে রংধনুর আলো-ছাঁয়া খেলা
এমনও দিবসে হে-শরৎ তোমায় জানাই শুভেচ্ছা।


হে-শরৎ শুভ্রতার প্রতিক তুমি, ঋতুর রাণী
সোনালী এই বাংলায় করছি আহবান তোমায়।
এখানে রয়েছে স্নিগ্ধা জ্যোৎস্না, কাশফুল আর শিউলি
দিঘির শান্ত জলে উড়ে বেড়ায় শত রঙ্গের প্রজাপতি
হে-শরৎ করছি আহবান, কবে আসবে তুমি?


রচনাকালঃ ২৩--০৬--২০১৭ইং


[যেকোন ভুল-ত্রুটি মতামত অবশ্যই জানাবেন
এবং ভাল লাগলে শেয়ার করবেন]