শুধু তোমার
         ______ শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


খুব কি দরকার ছিল
  না বলে চলে যাওয়ার।
নিরবে দু'ফোটা জল ঝরিয়ে
  অজানা  শহরে গিয়ে বাঁচার।


অন্যকারো  জিবনের সাথে
নিজেকে জড়িয়ে,নতুন স্বপ্ন দেখার।
পাগলটার কথা ভাবলেনা
প্রিয়, কেন তুমি একটিবার?


তুমি কি জানো না
  যুগে যুগে হয় অনিবার,
আর পাগলটা শুধু তোমার।
বিশ্বাস না হলে ফিরে এসে
দেখে যাও আরেকটি বার।


সে কি  নতুন করে স্বপ্ন দেখছে
না তোমায় ভেবে,
  আজও প্রহর গুনছে বারবার।
নাকি এখনো মরিচাধরা স্বপ্ন বুনে
     তুমি শুধুই পাগলটার...।


            


রচনাকালঃ ০৯--০২--২০১৬ইং
ক্রমিক নংঃ ৪২।
স্থানঃ মিরিকপুর - MIRIKPUR