সবাই হারায়
                            ক্রমিক-নংঃ ১০০
        --- শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


ভাবছি আজ হারিয়ে যাব
কিন্তু কোথায় হারাব,
কোথায় গেলে হারিয়ে যাব
সবটাই তো জানা-চেনা।
আমি আজ হারাতে চাই
তবুও কত মানা।
মেঘের কোণে বৃষ্টি লুকায়
চাঁদের ওপিটে সূর্য রয়,
পাহাড়ের বুকে কষ্ট লুকায়
পদ্ম পাতায় স্মৃতি হারায়,
সবাই হারায়।শুধু আমি
হারাতে গেলে কত বারণ
না জানি কত নিষেধ
দেখাতে হয় শত কারণ।।
      


রচনাকালঃ ২৩--০২--২০১৬ইং