শব্দময়ী স্বাধীনতা
                              ক্রমিক-নংঃ ৯৫
        
ত্রিশলক্ষ শহীদের বুকের
তাজা রক্ত চাই
দু'লক্ষ মা-বোনের
আবারও ইজ্জত চাই।


সংগ্রামী হও, যুদ্ধ কর
আবারও মায়ের বুক খালি কর
তবে তোমাকে স্বাধীনতা দিব।
নিবে না তুমি স্বাধীনতা?


নাও দু'হাত ভরে নাও
আমায় শুধু ক'ফোটা রক্ত দাও
কাগজ-কলম মানচিত্রে তুমি স্বাধীন
সেটা বার বার বলে যাও।


বাস্তব পেক্ষিতে তুমি আজও পরাধীন
হচ্ছো তুমি আজও শোষণ
করছো বরণ, আজও নির্যাতন
তারপরেও তুমি স্বাধীন।


বাহ্ স্বাধীনতা বাহ্, কি চমৎকার
তোমার অদ্ভুত উপমা, সত্যি হয়না তুলনা।
এতো প্রাণের বিনিময়েও
তোমায় স্পর্শও করা যায় না।
            
রচনাকালঃ ০১--০১--২০১৭ইং