স্বপ্ন কন্যা!
তুমি আর এভাবে স্বপ্নতে এসোনা
স্বপ্নতে রোজ এসে আর যন্ত্রণা আমায় দিওনা।
স্বপ্ন কন্যা; আমি তোমাকে স্বপ্নে চাইনা।
যদি পারো তবে চলে এসো, আমার বাস্তবতায়
কথা দিচ্ছি কখনো কষ্ট দিবো না তোমায়।।


স্বপ্ন কন্যা!
তোমায় নিয়ে মিছে স্বপ্ন দেখতে দেখতে
আজ আমি বড্ড ক্লান্ত
দূর নিলিমায় খোঁজ করে, হয়েছি বিভ্রান্ত।
স্বপ্ন কন্যা; তার পরেও কি তোমার দেখা পেয়েছি?
তবুও তোমায় ভেবে স্বপ্ন বুনেছি।।


স্বপ্ন কন্যা!
তুমি হয়তো আমায় দেখেও দেখ নাহ্
কিন্তু আমি তোমায় রোজ দেখি
আর তোমায় দেখে দেখে এবুকের কপাটে
কষ্টের পাহাড়টাকে লালন করি।।


স্বপ্ন কন্যা!
এ কষ্ট আর ভাল লাগে নাহ্
আচ্ছা তুমি আমার সামনে কেন আসো না?
স্বপ্ন কন্যা; তুমি কি কোন দিন
পা রাখবে না আমার সীমানায়
তবে কি আশায় আশায় প্রহর গুনাবে আমায়??
  
বলনাহ্ কে তুমি?কি তোমার পরিচয়?
স্বপ্ন কন্যা! শুধু একবার বল
আমি কি তোমায় সত্যি জানি........??
            


রচনাকালঃ ০৯-০৯-২০১২ইং
ক্রমিক নংঃ ০৬