সু-সময়ের অসুখ
           ক্রমিক-নংঃ ১৯২        
   ____ শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


তুমি চলে যাবার পর পৌষ মাসটা
আজ আমার হয়ে গেছে সর্বনাশ!
সুখের সঙ্গে হয়নি আর কোন দিনও বসবাস।


আমার সুখের আজ অসুখ করেছে
অকারণেও আমার আঙ্গিনায় বৃষ্টি ঝরেছে
সূর্যটাও আজ অভিমান করেছে
চন্দ্রিমা আমায় দেখে লুকিয়ে গেছে।


আজ আমার সুসময়ের অসুখ করেছে
যা চাইনা বার বার তাই হচ্ছে।
সহজ কাজটাও ক্রমশঃ জটিল হচ্ছে
তোমার অসময়ে চলে যাওয়ায়
সবাই আমার বিরোধীতা করছে
সত্যি আজ আমার সুসময়ের অসুখ করেছে।


রচনাকালঃ ২৪--০২--২০১৬ইং