তুমি যখন তখন আমার মনের
ঘরে,করো আসা যাওয়া।তোমায় ঘিরে
বন্ধু আমার।জীবনের যত সুখ,
যত চাওয়া পাওয়া।সে কি তুমি প্রিয়।
আজও বুঝো না?নাকি  এসব জেনেও,
তুমি কর আমায় অবহেলা।জবাব
দাও প্রিয়তমা!আর চুপ করে থেকে,
এভাবে আমার কষ্টকে বাড়িও না।


তুমি কি জানো না?তুমি নিরব থাকলে
আমার কষ্ট হয়।চাঁদের মত ঐ
অপরূপ মুখে, অমাবস্যা মানায় না।
তোমার প্রাণচঞ্চল হাসি দেখলে
সারাটা দিন হেসে খেলে,ভালই কাটে
থাকবে তুমি?এজীবনে আমার হয়ে।