তুই আর কদমফুল
                                     ক্রমিক-নংঃ ৮৮
        ----- শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


কত দিন কেটে গেল
তোকে আমি দেখি না,
কত ঋতু এলো গেল
তবু, তুই আর এলিনা।


কত বর্ষা বয়ে গেল
আমার হৃদয়ের আঙ্গিনা জুড়ে,
কদম ফুলও ফুটে ছিল
মুঠিভরে তোকে দিব বলে।


সেই কদম ফুলের গন্ধে
তোকে হাতরে বেড়াতাম,
মনের কোণে তোর ছবিটা
সযত্নে সাজিয়ে রাখতাম।


তোর আমার ভালবাসার
যত স্মৃতি, যত ইতি
সবটা জুড়ে ছিল,
সেই ছোট্র কদম গাছটি।


অতঃপর; একদিন হঠাৎ করে
সব হিসেব উল্টো করে
ঝুলিয়ে দিয়ে চলে গেলি
তুইও আমায় একা ফেলে।


তারপর,
ফুল গুলোও ঝরে গেল
সেই গাছটিও মরে গেল
আর আমিও চিরদিনের মত
একা হয়ে গেলাম.......বড্ড একা.....।।
        
রচনাকালঃ ২৩--০৬--২০১৬ইং