তোমার স্মৃতি গুলো
প্রিয়, হয়না ইতি যেন
দিনে দিনে বেড়ে
হচ্ছে কবলি যে দ্বিগুণ।


কত দিন কেটে গেল
দেখিনা তো তোমায়
কত রাত বয়ে গেল
শ্রাবন ও ধারায়।


চারদিকটা আমার জন্য
কেবলি ঘন-আধার
ক্ষণে ক্ষণে বেজে উঠে
বুকের ভিতরে হা-হা-কার।


নীরবে বসে আজও
শুধুই ভাবি তোমায়
তুমি ছাড়া আমি যেন
বিলিন হয়ে যাই শূন্যতায়।


কত সকাল কেটে গেল
এলে না তো ফিরে
কত রাত জেগে ছিলাম
যদি আসো তুমি  এনিড়ে।


কত বিকাল হেটে ছিলাম
তোমারি পিছু পিছু
একবারও যদি ডাকতে আমায়
হোক না সে ডাক মিছু।


তোমার স্মৃতি আজও
কেন আমাকে পোড়ায়
তুমি ছাড়া কাটে প্রহর
একাকি নিঃসঙ্গতায়।
        


রচনাকালঃ ২১--০৭--২০১৫ইং