তুমি চাইলে
            ----- শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


বালিকা তুমি চাইলে
তোমার সাথে একই পথের পথিক হব
বালিকা তুমি চাইলে
আমি সকালের ঘুম ভাঙ্গানো পাখি হব।
বালিকা তুমি চাইলে
তোমার জন্য বট বৃক্ষ হব, তোমায় ছায়া দিব।
বালিকা তুমি চাইলে
মেঘলাকাশকে নীলাকাশ করে দিব।
বালিকা তুমি চাইলে
সারারাত জেগে তোমায় পাহারা দিব।
বালিকা তুমি চাইলে
আমি ভোরের শিশির হব।
বালিকা তুমি চাইলে
রোজ সকালে পাখি হয়ে তোমায় গান শুনাবো।
বালিকা তুমি চাইলে
উড়ন্ত মেঘকনা কে তাড়িয়ে দিব।
বালিকা তুমি চাইলে
বর্ষার ঝিরিঝিরি জল পড়াকে থামিয়ে দিব।
বালিকা তুমি চাইলে
ঝর্ণার ঝর ঝর শব্দকেও বন্ধ করে দিব।
বালিকা তুমি চাইলে
নদীর কূল-কূল শব্দকে বিলিন করে দিব।
বালিকা তুমি চাইলে
বৃষ্টির আগেই না হয় রংধনু একে দিব।
বালিকা তুমি চাইলে
পৃথিবীর বুকে তৃতীয় বিশ্ব যুদ্ধো বাঁধিয়ে দিব।
বালিকা তুমি চাইলে
নতুন করে আবারও ইতিহাস গড়ব।
বালিকা তুমি চাইলে
আমি চির সুখী হব।
বালিকা তুমি চাইলে
তোমার সব অপরাধ, আমার গাড়ে তুলে নিব।
বালিকা তুমি চাইলে
তোমায় একশত সতেরটি নীল পদ্ম এনে দিব।
বালিকা তুমি চাইলে
তোমায় কলঙ্কহীন চাঁদ এনে দিব।
অতপরঃ
বালিকা তুমি চাইলে
এই আমাকেও তোমায় দিয়ে দিব।
        [সংক্ষিপ্ত[


রচনাকালঃ ৩০--০৭--২০১৩ইং
ক্রমিক নংঃ ২২