তুমি ফিরে যাও
               ক্রমিক-নংঃ ১৭৭
       ___ শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


ঠিক সেই দিন
তুমি বিশ্বাস ঘাতকতার ছুরি এবুকে বিধিয়ে
চিরদিনের মত হারালে আমার ভুবন হতে।
ঠিক সেই দিন,,,,ঠিক সেই ক্ষণে
আমার মৃত্যুে হয়েছিল তুমি বুঝনি।
কেবল অবহেলা-তাচ্ছিল্য আর মিথ্যার ফুলঝুড়িতে
সেই দিন সকলের সামনে করেছো আমায় হেও পতিপন্ন।
ঠিক সেই দিন,,,,ঠিক সেই ক্ষণে
আমার মৃত্যুে হয়েছিল তুমি বুঝনি।
কারণ, তুমি আমায় ভালবাসনি
শুধু মিথ্যা অভিনয়ে ঠকিয়েছো বার-বার।।


আমার পবিত্র ভালবাসাকে ছেঁড়া কাগজের মত
ছুড়ে ফেলে দিয়েছো ডার্সবিনে।
আমায় না জানিয়ে লুকিয়ে ধরেছো
অন্য কারো হাত............
ঠিক সেই দিন,,,,,ঠিক সেই ক্ষণে
আমার মৃত্যুে হয়েছিল তুমি বুঝনি।


দীর্ঘ সতের বছর পর...........


তবে আজ কেন ফিরে এলে?
আমার দেহের উপরে মাটির গড়া সমাধী
তার তরে কেন ছিটাচ্ছো রাশি রাশি তাজা ফুল
ঢালছো কেন তোমার ঐ লোনা জল?


তবে কি....?
জ্বলছো খুব অনুতাপে। পুড়ছো বুঝি বিবেকের কাছে
তার জন্য বুঝি অনুশোচনা করতে এসেছো?
নাকি পাপ হবে ভেবে করছো নিশ্বঃপ্রাণ দেহের আরাধনা
প্রকাশ করছো সমবেদনা?
তবে তুমি ফিরে যাও..........
এদেহে প্রাণ থাকিতে যখন পারেনি তোমার সুবাস নিতে
তবে এই নিথর দেহ বা কতটুকু নিতে পারবে, তুমি বল
সুতরাং তুমি ফিরে যাও.......।।


রচনাকালঃ ১৮--১০--২০১৬ইং


[যেকোন ভুল-ত্রুটি মতামত অবশ্যই জানাবেন
এবং ভাল লাগলে শেয়ার করবেন]