যখন তুমি চলে গেলে এজীবন থেকে
এক মুহুর্তে সব কিছু যেন একটু খানি বদলে গেল
আগের মত নিলাম্বরের তলে বসা
এক সাথে পায়ে তালে তাল মিলিয়ে চলা
রোজ তোমার জন্য নতুন করে কিছু লিখা
প্রতিনিয়ত তোমার ফোন কলের অপেক্ষা থাকা
কত জামিলাতে না ছিলাম আমি। তাই না...?
তার জন্যই কি আমায় মুক্তি দিলে
চোরের মত পালিয়ে গেলে
অন্য কারো জীবনের সাথে জড়িয়ে গেলে।।


              আর আমি.........?
আমি শুধু একাই রয়ে গেলাম
একবুক পোড়া কষ্ট নিয়ে বিশ্বাস কর তুমি
আগের থেকে একবিন্দুও বদলায়-নি আমি।
মাঝে মাঝে আমার এমনটা মনে হয়
আগের থেকেও আর বেশি ভালবাসি তোমায়
এদেশ হতে ওদেশে সবখানে তে আমি খুঁজেছি তোমায়
জানো...? তোমার মত আর কাউকে খুঁজেছি পাইনি
আর তাই তো লুকিয়ে তোমার পিছু হাঁটি
কেন না তোমায় আজও অনেক ভালবাসি।।


      


রচনাকালঃ ০৬--০২--২০১৬ইং
ক্রমিক-নংঃ ৫৮