তুমি না হয়
        ক্রমিক-নংঃ ৩৪০
       ✍শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


তুমি না হয় রোজ নিয়ম করে
একখানা শাড়ি পড়বে,
আমি না হয় কুচি ঠিক করার বাহানায়
রোজ একবার হলেও ছুঁয়ে দিবো তোমায়।


তুমি না হয় রোজ ইচ্ছে করে
বাঁকা করে টিপ পড়বে,
আমি না হয় আয়না হয়ে
টিপ সোজা করতে সাহায্য করব তোমায়।


তুমি না হয় রোজ ভেজা চুলে
সকাল-সকাল আমার ঘুম ভাঙ্গাবে,
আমি না হয় ঘুমের ভানে
ইচ্ছে করে জড়িয়ে ধরবো তোমায়।


তুমি না হয় রোজ ইচ্ছে করে
এলোমেলো খুষ্ক-রুক্ষ চুলে থাকবে,
আমি না হয় নিজ হাতে সিঁথি কেটে
দু'বিনি বেঁধে সাঁজিয়ে দিবো তোমায়।


তুমি না হয় রোজ ইচ্ছে করে
আমার থেকে অনেকটা দূরে ঘুমাবে!
আমি না হয় বক্ষের ভিতরে
পরম-ভালবাসা, যত্নে লুকিয়ে রাখবো তোমায়।


তুমি না হয় রোজ এমন করে
অনাকাঙ্ক্ষিত উপেক্ষা করবে আমায়,
আমি না হয় সবটুকু পূর্নতা দিয়ে
সারা জনম ভালোবাসবো শুধু তোমায়।


রচনাকালঃ ০৪ জুলাই ২০১৯ইং
বাগবাড়ী, লক্ষ্মীপুর।