তুমি নারী
তুমি তো আমার সন্তানের জননী,
তবে কেন হত্যা কর, আমার অবুঝ শিশুটিকে
কখনো গলা টিপে। আবার, কখনো বিষ প্রয়োগে?


তুমি নারী
তোমার চলনার মায়া জালে আবদ্ধ হয়ে
কেউ বা হারায়, নিজ প্রাণ।
তোমার কারণে, কেউ হারায় ভালবাসার সাত রাজার ধন।
যাকে জন্ম হতে, তারা অনেক কষ্টে করেছে লালন...!


তুমি নারী
তোমার জন্য ধ্বংস হয়েছে, সভ্যতা
নষ্ট হয়েছে ভাল ভাবে বেঁচে থাকার ইচ্ছেটা।
তোমার জন্য কেউবা ছেড়েছে সিংহাসন।


তুমি নারী
তুমি তো আমাদের দেহের একটি অংশ।
তোমার কারণে নষ্ট হয়েছে
আমার সাজানো সোনার সংসার।


তুমি নারী
তুমি তো সেই ঘসেটি বেগম,
তুমি ধ্বংস করে দিয়েছো
এই বাংলা, এই বাংলার স্বাধীনতা।


তুমি নারী
তোমার জন্য ধ্বংস হয়েছিল
সেই ট্রয় নগরী।
তুমি তো সেই ক্লিউপেট্রা।
যে প্রতিদিন করেছো পুরুষ হত্যা
করেছো গোসল আমাদের তাজা রক্তে।


তুমি নারী
তুমি রাক্ষসী, তুমি রক্ত পিপাসু।
তোমার প্রতিটি রক্ত কণা হতে শিরা ধমনি
আমি পুরুষ, আজ খুব ভাল করে জানি।
        
রচনাকালঃ ০৭--১১--২০১৬ইং
ক্রমিক-নংঃ ১২৯


[যেকোন ভুল-ত্রুটি মতামত অবশ্যই জানাবেন]


[সত্যি নারী যেমন গড়তে পারে,তেমনি অনেক কিছু ভাঙ্গতেও পারে,কোন এক রহস্যময়ীর মায়াজালে,আমিও ধ্বংস হয়েছি]