ভাবনার-অসুখ
         ক্রমিক-নংঃ ২৪২
   ___ শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


       ভাবনার-অসুখ  গত  কিছুকাল  ধরে
শব্দ শ্রমিকেরা হরতাল ডেকেছে মনের রাজপথে
কলমটাও দেখি ডেকেছে অসহযোগ আন্দোলন।
মনটা করলো বিদ্রোহ, সেও বিনা-নোটিশে
ভাবনারা সব স্লোগাণে ব্যস্ত পান্ডুলিপীর দূসর গলিতে।।


অনেক দিন যাবৎ তোমার সাথে, হয়নি আমার দেখা
ডায়েরির পাতা উল্টে দেখি, হয়েছে সামান্য কিছু লেখা।
একের পর এক উল্টে চলেছে ডায়েরির ক'খানি পৃষ্ঠা
গাঁয়ে ঝাপটে আছে। ছন্দের ঝুলি বুলেটের তৃক্ষণ ব্যথা
আমারি মত, তারাও যে আজ বড্ড একেলা।।


সাধনা-তপসা যতই করি আসছে না কিছু মাথায়
               তাই তো সাদা-মাঠা পৃষ্টাগুলি,
শূন্যতায় পুড়ে আজও সহিত কবিতার খাতায়।
একখন্ড কষ্ট ছিল অনেক দিন ধরে,
বুকের ভিতরে জমে। শোনার মত নেই তো কেউ,
পাঠিয়ে দিলাম তোমারি তরে। সাঁজিয়ে নিও
যেমনি ইচ্ছে হয়, শুনিও নিজের মত করে।।


রচনাকালঃ ১৮ সেপ্টেম্বর ২০১৭ইং
বাগবাড়ী-লক্ষ্মীপুর।


[যেকোন ভুল-ত্রুটি মতামত অবশ্যই জানাবেন
এবং ভাল লাগলে শেয়ার করবেন]