ভাল থেকো তুমি
           ✍শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)
          ক্রমিক-নংঃ ৩৭২


ঐ যে দূরের আকাশ হয়ে মেঘমন্ডল ছুঁয়ে
পাখিদের কখনো উড়ে যেতে দেখেছো?
সুবিশাল আকাশে কত রঙ-বেরঙের পাখি না উড়ে
প্রতিটা পাখি একে অপরের থেকে আলাদা!


ঐ যে দূরের চাঁদ'টা কে দেখতে পাচ্ছো?
নিজের কলঙ্ক ঢাকতে মাঝে মধ্যে হারিয়ে যায়
মেঘের আড়ালে, কিন্তু সেই কলঙ্ক চাঁদের নয়।
কলঙ্ক'টা তোমার আমার মতই কিছু স্বার্থপর মানুষের দেওয়া!


অথচ, তুমি সামান্য একজন মানুষ
কোটি মানুষের ভিড়ে তোমার স্থান
সর্বদায় আমার হৃদয় জুড়ে।
কেননা, বিশ্বাসের জগতটা তোমাকেই ঘিরে!


আকাশের ক্ষুদ্র চাঁদের আলোয়
মেতে রই তোমার কল্পনায়,
ভিজে যাই অমাবস্যার কালো তিথিতে।
অপেক্ষায় জেগে রই, জোৎস্না মাখার...!


অথচ সেই তুমি, আমাকে অবহেলা করেই যাচ্ছো
আমার স্বপ্নগুলো ভুল ছিলো, কল্পনাগুলো আজ বেদনাগ্রস্ত।
তুমি চাইলে আমার জীবনের শ্রেষ্ট উপহার হয়ে থাকতে পারতে
কিন্তু, সেই তুমি সুখের আশায় অন্যের বুকে মাথা রাখলে...!


তোমার পাশে হয়তো অন্যকোন যুবক শুয়ে আছে
যার অবাধ্য চাহনীতে তুমি মেতে থাকো সারাক্ষণ!
ভুলে গিয়ে তোমাকে, ভাবনায় ডুবে থাকো তার
হয়ে ভাব-বিলাসী কল্পনায়, বাহ্ বাহ্...!


আমার ভালবাসা মিথ্যা ছিলো না
হয়তো ভুল মানুষের কাছে ছিলো।
তোমার জন্য আমি আর রাত জাগিনা
অথচ, চোখের ঘুম আমার সাথে শত্রুতা করেছে।


এভাবে আর কতোদিন, এই পাগল কি তবে
এভাবেই শেষ হয়ে যাবে?
ঘুমের ভান করে পড়ে থাকা এই অসাঢ় দেহ নিয়ে
কেউ জানে না, কেন দু'চোখে ঘুম নামে না...!


এই চোখে তুমি ছিলে মহাকাশের মত বিস্তৃত
আজ আমার কাছে, মহাকাশ হয়ে গেছে অতিশয় ক্ষুদ্র।
আজ-কাল নিজেই নিজেকে শোনাই বেনামী কিছু মিথ্যে গল্প
নিজেই নিজের কাছেই হয়ে গেছি আসামী,
শেষ চাওয়া      "অরচিতা"    ভাল থেকো তুমি.....!!


রচনাকালঃ ১৫ নভেম্বর ২০১৯ইং
বাগবাড়ী, লক্ষ্মীপুর।


[যেকোন ভুল-ত্রুটি মতামত অবশ্যই জানাবেন]