ভালবাসি তোমায়
         ক্রমিক-নংঃ ২৩৯
    _______ শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


ঠিক কতটুকু আবেগ আর অনুভূতির সংমিশ্রণে বললে,
বুঝবে তোমায় ভালবাসি। ক্ষণিকের ভাল লাগায় নয়,
সারাজীবন পাশে থাকার মর্মার্থে স্বরে
মৃদু হেসে আবারও বলছি তোমায়, ভালবাসি।
দয়া করে একটু বুঝতে চেষ্টা কর,
                     আমার ব্যাকুল প্রাণের আকুতি
নাকি ভালবাসার প্রমাণ পেয়ে,
            ছলনার খেলায় মেতে উঠবে তুমিও.......!!


ভূষিত হতে চাই, তোমার অঘোষিত অদৃষ্টতার খেতাবে
আড়াল হতে মেয়ে; পিছু হাঁটতে চায় না মন একেবারে।বিজয়ী হও তুমি, সর্বকালে-সর্বজনের কর-তালির খেতাবে।
                             আমি তো এক মুসাফির,
পথ চলি কাঁধে ফেলে তলোয়ার ধনুক-তীর।
        তবুও তোমায় ভালবেসে হতে চাই বন্দী
যোজন দূরের পথিক হয়ে নয়
                    দেহের ক্ষুধা মিটাতে নয়,
     শুধু সাত-জনমের সঙ্গী হতে চাই তোমার।।


বীরবাহু যোদ্ধা আমি, আজ প্রশ্নবিদ্ধ তোমারি সামনে
পদবী কিংবা মর্যাদা পেতে নয়, একটু ভালবাসা পেতে।
সকল যৌগিক নিয়ম ভঙ্গ করে
                অনিয়মের ঘোরে তোমায় ভালবেসে।
বঞ্চিত করোনা আমায়, কোন দিন কিংবা কোন কালে
আমি সর্বদায় প্রস্তুত হতে তোমার হৃদয়ের জামিনদার।
সকল ব্যস্ততাকে পিছনে ফেলে, বর্ষার শেষ ফোঁটা কদম হাতে
যদি বলি ভালবাসি তোমায়,
                            তুমিও কি ভালবাসবে আমায়.....।।


রচনাকালঃ ১৫ --০৮--২০১৭ইং