ভালবাসি
               ক্রমিক-নংঃ ২১৮
     _______ শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


আমি মেঘলা দিন খুবই পছন্দ করি
আর বৃষ্টিকে ভালবাসি
নিজের অসহায়তাকে গোপন করার জন্য।
অন্যদিকে বৃষ্টির প্রতিক্ষায় থাকি, রংধনু দেখার লোভে।।


আমি অন্ধকারে থাকতে ভালবাসি
কারণ, আলোতে আমার সঙ্গে কেউ না থাকলেও
ছায়াটা ঠিক থাকে। কিন্তু অন্ধকারে সেও পারে না।
এতে আমি বুঝতে পারি একাকিত্ব মানে কী....?


আবার রাতের জ্যোৎস্নার আলোতে
আমার তারা গুণতে ভাল লাগে।
কারণ, এতে আমি বুঝতে পারি
আমার ধৈর্য আসলে কতখানি.....!!


আমি ঘন কুয়াশায় হাটতে পছন্দ করি
এতে আমার মনে হয়
আমি যে পথে যাচ্ছি, সে পথে সঙ্গ দেওয়ার কেউ নেই
নিজ সাহসে পৌছাতে হবে আমাকে আমার গন্তব্য সীমানায়।।


রচনাকালঃ ৩০--০৫--২০১৪ইং