ভালবাসি তারে
            ______//শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


মেয়ে তুমি কোন দিনও বুঝলে নাহ আমায়
আমার কষ্ট,দুঃখ-বেদনা
তোমাকে ইমপেজ করতে গিয়ে
কত নাহ কাঠ-কয়লা পোড়াতে হয়েছে
বরণ করতে হয়েছে মৃত্যুর চেয়ে কঠিন যন্ত্রনা
তারি নাম "অপেক্ষা"
যেই করেছে সেই বুঝেছে,এর চেয়ে মৃত্যু বরং শ্রেয়।।


তোমাকে অনেক বার শোনাতে চেয়েছি
না বলা কথার ফুলঝুরি, বোঝাতে চেয়েছি
তুমি সুখ তুমি সাধনা, তুমি আমার প্রেরনার জয় ধ্বনি
তুমি তা কখনোই শুনলে নাহ্,
বরং যোগ্যতাহীন, বোকা মূর্খ ছোট লোক বলে
গাল পেড়েছো মনইচ্ছে মতো
তবুও আমি মেয়ে তোমার চারপাশে
রোজ পায়চারী করতাম, প্রভু ভক্ত কুকুরের মতো।
কারণ,আমি বিশ্বাস করতাম। একদিন তুমি ঠিক বুঝবে,
বুঝবে তোমাকে বুঝানোর মতো ক্ষমতা আমার নেই।।


আমি অপারক-নির্বোধ গুছিয়ে কথা বলার
যোগ্যতাটুকুও আমার নেই
তবে তোমাকে ভালবাসার মত সুন্দর একটি মন আমার আছে
সেই ভাবনায় কত যে রাত কাটিয়েছি সেই ইতিহাস শুধু আমি জানি
লিখে রাখলে হয়তো "মহাভারত" কাব্যটিকেও
ছোট্র শিশুর হাতে "একের ভিতর সব"বইয়ের মতো লাগতো।।


আচ্ছা মেয়ে তুমি কি কখনো ভেবে দেখেছো
তুমি বিবাহবিচ্ছেদ জেনেও তোমায় কেন ভালবাসি?
হয়তো ভেবেছো তোমার দুর্বলতা সুযোগ নিয়ে
তোমাকে ব্যবহার করে নর্দমায় ছুড়ে ফেলে দিবো...
জানি, মেয়ে তুমি  অপ্সরী!তাই বলে ভেবো নাহ্
তোমার শরীর নিয়ে খেলতে তোমায় ভালবাসি
আচ্ছা শরীর যখন চাইব
তখন কষ্ট করে তোমায় ভালবাসি বলতে যাবো কেন
তাও আবার দিন নয়, মাস নয়, বছরের পর বছর ধরে?
জানি নাহ মেয়ে, এতো সব আজগুবি ভাবনা নিয়ে
বেঁচে আছো কেমন করে!মাঝে মাঝে নিজেকে পাগল মনে হয়
নিজেকে নিজেই অনেক প্রশ্ন করি
কেন তোমায় এতো ভালবাসি
কিন্তু কোন উত্তর খুঁজে পাই নাহ্।
মন শুধু একটাই কথা বলে
ভালবাসিস যখন ভালবেসে যা তারে.............//


রচনাকালঃ ০৪ জুন ২০১৮ইং
স্থানঃ বাগবাড়ী।


{ভুল-ত্রুটি নজরে পড়লে অবশ্যই জানাবেন}