জীবনের মাঝে যে কত আনন্দ
তোমার সাথে পরিচয় না হলে
কখনোই জানা হতো না।
কখনো অনুভূত হতো না কৃষাণীর
এলোমেলো কেশের সুবাস,
তোমারি কারণে উপভোগ করতে শিখেছি
হে-মোর প্রিয় কবি,জীবনানন্দ দাশ।।


হে-কবি,আমি ভালবাসি তোমায়
ভালবাসি তোমার বনলতা সেন
ভালবাসি এই বাংলার প্রভৃতি, পক্ষীর কলতেন।
আমি দেখতে ভালবাসি,তোমার প্রিয় নদী তিতাস
যেখানে রোজ সাঁতরে বেড়ায় হাজারো বুনোহাঁস
ভালবাসি মাথার উপরের নীলাকাশ আর শঙ্খচিলের
ডানা ঝাপটানো দিনের শেষ আলোয় পূর্বাবাশ।
ভালবাসি শুয়ে থাকতে কোমল ঘাসের আস্তরনে
খোলা বাতাশে।যেখানে চালতা ফুল ছুঁয়ে শিশির জমে
শালুকের পাতার শেষ আংশে।


হে-কবি, আমি ভালবাসি তোমায়
ভালবাসি তোমারি মতন করে রূপসী বাংলা
আমার ভালবাসায় বাঁচিয়ে রাখব তোমায়
হাজারো বছরের শ্রেষ্ট সব ইতিহাসের পাতায় পাতায়।
সত্যি বলছি হে-কবি, আমি ভালবাসি এবং বাসব তোমায়
যতদিন নিঃশ্বাস নিব পবিত্র এই বসুন্ধরায়।।


রচনাকালঃ ২১--০৮--২০১৭ইং
ক্রমিকনংঃ ২৪১..