ভুলে গেছো
       ক্রমিক-নংঃ ২৪৯
   ____ শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


জানি, আজ সব ভুলে গেছো তুমি
শুধু ভুলতে পারিনি কিছুই আমি!
তাই তো আশে-পাশে তোমার নাম শুনলে
আজও জেগে ওঠে শৈশব মাতানো পাগলামি।।


আজও বড্ড বেশি ছেলে মানুষি করি
তোমায় খুঁজি, সকাল-সন্ধ্যা রোজই।
আলোর শহরে চলছে বেমানান আধারের মিছিল
নিস্তব্ধতায় পালিয়ে গেছে, দূরের শঙ্খচিল।।


মাঝরাতে যখন অপূর্ণ স্বপ্ন গুলো করে আত্মসমর্পণ
নির্বাক হয়ে ভাবতে থাকি, কি করব এখন?
মননশীল সিন্ধান্ত জানিয়েছে মন
অসম্পূর্ণ স্বপ্ন গুলো, জমা রাখবে চাঁদ মামার কাছে।
চাঁদ মামা যে ঘুমিয়ে গেছে, কোন এক সন্ধ্যারাতে
              কে জানে, উঠবে আবার কবে?


সব কিছু একদিন আমিও ভুলে যাবো
সেদিন এসে দায়ী করতে পারবে না।
বলতে পারবে না, অপরাধী-বেঈমান, ভন্ড কিংবা প্রতারক
কারণ, সেইদিন হয়তো সব কিছু ভুলে যাব আমি।।


রচনাকালঃ ২৬--০৯--২০১৭ইং


[যেকোন ভুল-ত্রুটি মতামত অবশ্যই জানাবেন
এবং ভাল লাগলে শেয়ার করবেন]