...গদ্য মাঠের পদ্য পাঠে
      ছন্দ নিবি  মেপে;
  আয়রে আমার বৃষ্টিরাণী
   মেঘের ভেলায় চেপে-
  প্রকৃতি মা আঁচল  পেতে
   আয়রে সোনা ঝেপে!!


   কেয়া পাতায় ধান-দুব্বা
    কদম পাতায় হলদি;
মাঠের ফসল রোদে পোড়ে
   আয়রে সোনা জলদি!!


   আয়রে আমার বৃষ্টিরাণী
     আয় ছুটে আয় ত্বরা
  তুই না এলে কেমন করে-
        সাজবে বসুন্ধরা!
  প্রাণীকূল আর গাছ-গাছালী
     তুই বিনে তো মরা!