আলোয় ছিলাম    ভালোয় ছিলাম
     আমরা সবে গতকাল।
শোন দাদারে-      আজ আঁধারে
     হচ্ছি রোজ-ই নাজেহাল!
আয়ের চেয়ে       ব্যয়টা ধেয়ে
     নিত্য দিনই বাড়ছে বৈ!
নাভিশ্বাসে-          জীবন বাঁচে,
     প্রাণটা খুলে কীবা কই?


ছেলে-মেয়ে          আগের চেয়ে
     এখন বড়ই আধুনিক।
অস্তিমজ্জা           সাজ-সজ্জা
      ঝুট-ফুটানীর সবই ঠিক!
আজই এমন,         হবে কেমন
      ভাবছি বসে দু’দিন বাদে?
মধ্যবিত্ত              পড়ছে নিত্য-
      গ্যাঁড়াকলের নতুন ফাঁদে।


আর কতকাল         এমনই হাল
     তোর আমার থাকবে বল?
দিবস-রাতি            ঝড়ের সাথী
     মুছেই যাবো চোখের জল!