শঙ্কা যখন ডংকা বাজায়
বোধের ঘরে তালা;
উচিত তখন বলতে গেলে
কেউবা বলে-‘‘শালা!”


পাবো গালি, হাতের তালি
দেখালে বীরগিরি-
মানও যাবে জানও যাবে
স্বর্গে যাবো ফিরি (ফ্রি)!


জানের মোটে ভয় করিনা
মানের করি ভয়!
মান বিহনে বেঁচে থাকা-
কার পরানে সয়?


দেখে-শুনে চুপটি থাকি
থাকতে সেটা হয়-
শান্তি-প্রিয় ‘সুশীল’ আমি
দেখছি অবক্ষয়!!