কদাচিৎ বোধ-উদয় হয়-- ঘটে যদি কার,
মুখ ফুটে বলে ফেলে ‌'এ আমার অধিকার!'
তক্ষনি ডানা তার- সট্ করে ছেঁটে দেই,
অধিকার সে আমার, তল্লাটে কারো নেই!


স্বাধীনতা! এক কথা- সে আমার সম্পদ!
কার আছে এতো ক্ষ্যাম, আটকায়,করে রদ?
অধিনতা মানলে-ই পেয়ে যাবি বর দান!
ফোঁসফাঁস করবি তো- এক কোপে গর্দান!
_____________________