চিত্ত ভরে নিত্য শোনাও
তোমার খাবার গল্পটা,
তুলছি ঢেঁকুর যেমন মেকুর
আপন মনে অল্পটা।


ভৃত্য বলেই ঘৃত্য চাখা
হয়নি কভূ স্বল্পটা,
বিষ-বৃক্ষের ছায়া তলেই
বিছিয়ে রাখি তল্পটা।


মনে মনে প্রতি ক্ষণে-
শান দিচ্ছি জল্পটা,
কোন একদিন শোধাবো ঋণ
মিথ্যে নয় এ কল্পটা!