এই জীবনে কতোই খেলাম
বাঘ-ভালুকের তাড়া-
তবুও ভাই বেঁচে-ই আছি
অক্ষত শিরদাঁড়া!


তলার কুড়াই গাছেরও খাই
যখন যেমন ভাও
কোথাও করি উচ্চ আয়াজ
কোথাও ক্ষীণ রাও!


দাড়ি-কমা কতোই জমা
এই সমাজের বুকে
দেখে শুনেই এগিয়ে চলি
সাবধানে সম্মুখে!!