পাটা-পুঁতায়
        ঘষাঁ-গুতায়
মরিচের জান শেষ;
দেখে আলী
       দিচ্ছে তালি-
আহা! বেশ! বেশ!


চোর তাড়িয়ে
       হাত বাড়িয়ে
ডাকাত আনি ঘরে;
আহা সে কি!
         নিত্য দেখি-
আপন পকেট ভরে!


সুজন-কু-জন
        ওরাই দু’জন
মুদ্রার এপিঠ-ওপিঠ
বাইরে দাদু
         সাধু! সাধু!
ভেতর খানায় চিট!