উল্টা দিকের ভুলটা ধরে
ভীষণ রকম টানি
পরের ক্ষত সুযোগ মত
আমার কাছে ফানি!


নিজের ত্রুটি রাখি চেপে
না যেন তা ওঠে ফেঁপে
ওরা, তারা পেলে আবার
করবে কানাকানি!


সদয় হতে পারিনা কেউ
অন্যজনের বেলায়
গিবত গেয়ে ফিরি তখন
গুরু এবং চেলায়।


ভাবি নাতো আগে পিছে
সত্যকেও বানাই মিছে
কর্ম ফেলে ব্যস্ত থাকি
আজব রকম খেলায়।।