একাত্তরের পঁচিশে মার্চ
ভীষণ আর্তকিতে
বাঙালীদের কন্ঠ চির-
স্তব্ধ করে দিতে
গভীর রাতে ঘুমঘোরে
রক্তখেকোর দল
নির্বিচারে মানুষ মেরে-  
রক্তে নামায় ঢল!


সকাল হতেই এমন খবর
পৌছে সারাদেশে-
দিকে দিকে সব বাঙালী
জাগলো বীরের বেশে!
ছেলে-মেয়ে জোয়ান-বুড়ো
সকলে হৈ হৈ-
রক্তের শোধ রক্তে নিবো
কই শালারা কই?


দেশটা ভাগের আগে থেকেই
দুঃখ অনেক জমা-
এবার শালা পশ্চিমাদের
করবোনা-কো ক্ষমা।
ছাব্বিশে মার্চ মুজিব দিলেন-
স্বাধীনতার ডাক!
এদেশ আমার এদেশ থেকে
স্বৈরী নিপাত যাক!


ওদের হাতে আগ্নে-অস্ত্র,
বাঙালীদের লাঠি-
লাঠির জোরেই মুক্ত করে
ছাড়বো দেশের মাটি!
রক্তে যেনো আগুন ঝরে,
অসীম সাহস বুকে-
কৌশলে কৌশলে তারা
পাক-সেনাদের রোখে!


ডিসেম্বরের ষোল তারিখ
সেদিন বিষুদবার,
পাক-হানাদার স্বদলবলে
মেনে নিলো হার!
ত্রিশ লক্ষ বীর শহিদের
রক্তে অবশেষ-
মানচিত্রে উঠলো হেসে
একটি বাংলাদেশ!