অসংগতির চিত্র সব-ই,
মিত্র কোথা পাই?
কষ্টনদী পেরিয়ে এসে-
দুখের চরে ঠাঁই!


ন্যায়নীতির হয়না আবাদ
যতোই করি চাষ;
খুন, যখম, রাহাজানি-
নিত্য, বারোমাস!


আর্ত জনের স্বার্থ নিয়ে-
চতুর করে ছল;
উপাস করে দুধের শিশু
মুচকি হাসে খল!


ক্ষুধার্থ পেট, দেনার দায়ে-
ডুবছে তবু নাক;
এসব শুনে কর্তা বলেন-
‘একটু চেপে থাক!’


চাপাচাপি করছি যতোই-
ততোই রসাতলে;
আমার ঘাড়ে পারা দিয়ে-
উনি-ই জেতার দলে!