"মাছে-ভাতে বাঙালী"  এই কথা সত্য।
অতীতের পুঁথি ঘেঁটে   পাবে সেই তথ্য।।
কাব্যের ছলে এটা      নয় মিছে রটনা-
শোনো তবে বলছি-    একখানি ঘটনা-


মাঠ-ঘাট ভেসেছিল    আটাশির বন্যায়,
ক্ষেতের ফসল কাড়ে  সব জলকন্যায়।
স্বৈরী বাহুতে ছিলো-   রাষ্টীয় ক্ষমতা,
ত্রাণ হাতে এরশাদ     বুকভরা মমতা।


সে খবর বিটিভি-তে    দেখতাম কতো যে
মনে মনে চাইতাম-    নেতা এই মতো যে!


বন্যার জল গেলো-     রেখে গেলো কষ্ট
অভাবটা দিনে দিনে    হয় আরো পষ্ট।
মাছ আছে ভাত নাই    বাঙালী খায় কি?
শুধু শুধু মাছ খেয়ে...   বেঁচে থাকা কি?


হঠাৎ এলো ঘোষণা-  "ভাইসব আলু খান!
বেশী বেশী আলু খেয়ে  ভাতের চাপ কমান।"


চাপে ছিলো বাঙালী,   মেনে নিলো চাপটা
নানা পদে আলু শুরু    করে সোজা-সাপ্টা!
সেই থেকে আমাদের   আলুতেই বাড়ে টান,
"এরশাদ" হয়ে যান    ওরফে "আলু খাঁন"!