যেমন  পাখি তেমন-ই তার বাসা,
খড়-কুটোতে বোনে প্রাণের আশা,
সবুজ পাতা-
           মনের খাতা-
সেথায় লেখা কত আলোর ভাষা!


পাশ কাটিয়ে বৈরী হাওয়ার জোর
পাখির প্রাণে- বাজে কতোই শোর
ঈশান কোলে-
            স্বপন দোলে
আসবে সুদিন, ডাকবে নতুন ভোর!