ভুলগুলি ফুল হয়ে
ফোটে যদি মনে,
ফেলে আসা জীবনের
নিকুঞ্জবনে-
হারাই নিজেকে আমি
কারণ-অকারণে?


যতো ভাবি সেই দাবী
এখনও কি আছে?
এখনও কি ঋনী আমি
গোধূলীর কাছে?
নাকি এই ভুলো মন
সেই সুখ যাচে?


এখনো কি পশ্চিমে
ডুব দিলে বেলা
ডাংগুলি, কানামাছি
মিটে সব খেলা?
ঝোপেঝাড়ে শুরু হয়
জোনাকীর মেলা?


জানি সেই দিনগুলি
আসবেনা ফিরে
তুই এসে বলবি না
'ভাবছিস কি-রে?'
আমাকেও ভুলে যাবি
তুই ধিরে ধিরে।।