(- কবি চাঁছাছোলা-এর “এই উচ্চ শিক্ষার হেতু কি?” কবিতা পাঠে
অনুপ্রাণিত হয়ে লেখা। প্রিয়কবির সম্মানে আসরে নিবেদন করলাম)


শিক্ষা পেয়েছি, দীক্ষা পাইনি মোটে
লোভ-লালসা মনের বাগানে ফোটে
নিয়ম-নীতি...তাই তো বাঁধন টোটে
দেহের ভিতর “অমানুষ”বেড়ে ওঠে!


অমানুষ সেই একরোখা হয়ে ছোটে
যখন যেখানে- স্বার্থ কেবল  লোটে
পরোয়া করে না দুর্নাম যদি জোটে
তুষ্ট কেবলই থাকে কড়কড়ে নোটে!