এর পরে আর কিচ্ছুটি নেই বলার
মামুর ব্যাটা নাচায় শার্টের- কলার।
যা নহে তাই করুক নিজের জাহির-
কে আর খোঁজে ভিতর এবং বাহির
কাজ নেই তো অকাজ নিয়ে থাকুক
পাকে যদি কিলিয়ে কাঁঠাল পাকুক
দুধ বেচে কেউ গাঁজা খাবে খাক না
ইচ্ছে হলো- গোল্লায় যাবে যাক না।
নিজে ভালো জগত ভালো তাই না?
আমি তো আর কারো বাবার খাইনা।
নিজের জোরে ঘোরাই নিজের চাক্কা,
কেউ কি আমায় টানে, না দেয় ধাক্কা।
আমি চলি আমার যেমন ইচ্ছা-
বাঁধলে তুমি বাঁধতে পারো কিচ্ছা।