আমি হলাম গাঁয়ের ছেলে
বাড়ি তেপান্তর-
ঝড় বাদলে নিত্য ভাঙ্গে
আমার কুঁড়েঘর।


দৃঢ় হতে পাহাড় শিখায়,
ধৈর্য্য শেখায় মাটি,
আকাশ শেখায় উদার হতে,
শস্য পরিপাটি।


বৃষ্টি শেখায় ভালোবাসা,
পাখি শেখায় গান,
নদী আমায় চলতে শেখায়,
যুদ্ধ শেখায় বান।


দুর্বিপাকে এগিয়ে যেতে-
আমার কিসে ভয়?
সকল বাধা পেরিয়ে আমি-
করবো জীবনজয়।।


# ১২ জানুয়ারী ২০২২, লালমনিরহাট।